নতুন বছর উদ্যাপনের রাতে রাজধানীর মিরপুর ১১ নম্বর ও ধানমন্ডি এলাকায় আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ধানমন্ডিতে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই আগুন নিভে যায়। তবে মিরপুর এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের দাবি, জ্বলন্ত ফানুস পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মঙ্গলবার দিনগত রাত আড়াইটার পর সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক।
তিনি জানান, রাত ১২টা ৩৭ মিনিটে মিরপুর ১১ নম্বর এলাকায় এক ডাস্টবিনের ময়লায় আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ধোঁয়া দেখতে পায়। পানি ঢেলে ধোঁয়া বন্ধ করা হয়। জ্বলন্ত ফানুস থেকে আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রাফি আল ফারুক আরও জানান, এদিকে রাত ১২টা ৫৩ মিনিটে ধানমন্ডিতে অবস্থিত ল্যাবএইড হাসপাতালের পার্শ্ববর্তী স্বপ্ন সুপার শপের পরিত্যক্ত মালামালে জ্বলন্ত ফানুস পড়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অবশ্য ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এখানে জ্বলন্ত ফানুস পড়ে আগুন লেগেছে বলে জানান স্থানীয়রা।
নতুন বছরকে বরণে ‘থার্টি ফাস্ট নাইট’ উদ্যাপন করেছেন রাজধানীবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও অনেককে আতশবাজি, পটকা ফাটিয়ে এই উদ্যাপন করতে দেখা গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম