বিপুল উৎসাহ-উদ্দীপনায় খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ বরণ করেছে রাজধানীসহ সারাদেশের মানুষ। আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা থাকলেও প্রতিবছরের মতো এবারও এসব থেমে থাকেনি। মুহুর্মুহু পটকার শব্দে কেঁপে ওঠে রাজধানী। সেই সঙ্গে আতশবাজির আলোয় রঙিন ছিল আকাশ, উড়েছে ফানুস।
অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বছরের শেষ দিন ‘থার্টিফার্স্ট নাইট’ ও খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় পুলিশ-র্যাব মোতায়েন ছিল। সড়কে বাড়ানো হয় টহল। পূর্ব ঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতিরঝিল এবং রাত ৮টার গুলশান, বনানী, বারিধারা এলাকায় বহিরাগতদের ঢুকতে দেওয়া হয়নি। কিছু সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এবার মাঠে ছিল পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় বিভিন্ন ভবনের ছাদে আনন্দ-উদযাপন করে মানুষ। বেশির ভাগ বহুতল ভবনের ছাদেই দেখা গেছে সংগীতানুষ্ঠানসহ নানারকম আয়োজন। রাত ১২টার আগেই শুরু হয় পটকা ফাটানো। সেই সঙ্গে ছিল ফানুস। ঘণ্টাখানেক ধরে চলে আলোর ঝলকানি। পাঁচতারকাসহ বিভিন্ন আবাসিক হোটেলেও ছিল থার্টিফার্স্ট নাইট ঘিরে পার্টি আয়োজন। বিভিন্ন অনুষ্ঠানস্থলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন। কিন্তু এবার প্রাণিকুলের কথা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড়সড় আয়োজন হয়নি থার্টিফার্স্ট রাতে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে সন্ধ্যা থেকে আইডি কার্ড ছাড়া প্রবেশ করতে দেওয়া হয়নি। যানবাহন চলাচলও বন্ধ ছিল সন্ধ্যা থেকে। ফলে কিছুটা শান্তই ছিল বিশ্ববিদ্যালয় এলাকা।
ঢাকার কেরানীগঞ্জে আতশবাজির ফুলকির আগুনে একটি বাসার কক্ষের মালপত্র পুড়ে গেছে। গতকাল বেলা ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই বাসার নিচতলায় কয়েকজন কিশোর আতশবাজি ফাটাচ্ছিল। এ সময় আগুনের ফুলকি বাসার একটি কক্ষের বিছানার ওপরে গিয়ে পড়লে আগুন ধরে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রেডিওটুডে নিউজ/আনাম