মঙ্গলবার,

২৪ ডিসেম্বর ২০২৪,

৯ পৌষ ১৪৩১

মঙ্গলবার,

২৪ ডিসেম্বর ২০২৪,

৯ পৌষ ১৪৩১

Radio Today News

তিনদিনেও খোঁজ মেলেনি সহ-সমন্বয়ক খালেদের, সন্ধান চেয়ে মানববন্ধন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৪

Google News
তিনদিনেও খোঁজ মেলেনি সহ-সমন্বয়ক খালেদের, সন্ধান চেয়ে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ হাসানের খোঁজ তিনদিনেও মেলেনি। ফলে তার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে আরবি বিভাগের শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে খালেদের বাবা লুৎফর রহমান বলেন, আমার ছেলে বেঁচে আছে কি না, জানি না। আমি জানি না তার বন্ধু আছে, না শত্রু আছে। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন।

তিনি আরও বলেন, খালেদের ইচ্ছা ছিল বাংলাদেশকে স্বাধীন করার, সেটা সফল হয়েছে। তার কী হয়েছে জানি না! আমার দিন নাই, রাত নাই। আজ এই অফিস, কাল ওই অফিস দৌড়াদৌড়ি করছি, কাজ হচ্ছে না। সে যে অবস্থায় থাকুক, তাকে উদ্ধার করে দিন।

আরবি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, যারা জুলাই আন্দোলনে সক্রিয়, তাদের নানাভাবে আক্রমণ করা হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। খালেদ কয়েকদিন থেকে নিখোঁজ। আমরা তার সন্ধান চাই।

এদিকে, নানা তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) এখনো খালিদের বিষয়ে কোনো তথ্য পায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ।

এর আগে, গতকাল তার সহপাঠী আল মাহমুদ বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ নাগাদ দোয়েল চত্বরের ক্যামেরায় সবশেষ তাকে দেখা গেছে। রিকশায় চড়ে যাচ্ছিল। এরপর থেকে আমরা আর কিছুই জানি না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের