গণমুখী ও জনগণ কেন্দ্রীক বিচার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। গেল ১৫ বছরের মতো আর বিচার চেয়ে কেউ অবিচার পাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
তিনি বলেন, বিচার ব্যবস্থা তার নিজস্বতার পরিচয় দেবে। বিগত সময় মানুষ যে বিচারহীনতায় ভুগেছে তা আর হবে না।
আজ রোববার (৮ ডিসেম্বর) আগারগাঁও বি আই সি সি কার্নিভালে নাগরিক প্লাটফর্ম আয়োজিত সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, গেল ১৫ বছর মানুষ বিচার চেয়ে পেয়েছে অনাচার, অবিচার, নির্যাতন হয়েছে। এখনো বিচার ব্যবস্থার মধ্যে নানা সমস্যা হয়েছে। তা ফাইন্ডআউট করে দ্রুতই সুশাসন প্রতিষ্ঠিত করা হবে।
তিনি আরও বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে আইনি সহায়তায় বিচারিক কার্যক্রম আরও সহজ করা হচ্ছে। ন্যায়বিচার যাতে বিলম্বিত না হয় সেদিকেও নজর রাখা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম