বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

ড. ইউনূসের নামে শ্রম আইনের পাঁচ মামলা বাতিলের রায় বহাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯, ৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:১১, ৮ ডিসেম্বর ২০২৪

Google News
ড. ইউনূসের নামে শ্রম আইনের পাঁচ মামলা বাতিলের রায় বহাল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন (লিভ টু আপিল) খারিজ করে এই আদেশ দেওয়া হয়। 

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার এ আদেশ দেন। 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের তৎকালীন চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল। 

প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে ২০১৯ সালে চাকরিচ্যুত শ্রমিকদের পক্ষে শ্রম আদালতে মামলাগুলো করা হয়। ২৪ অক্টোবর ওই মামলাগুলো বাতিল চেয়ে ড. ইউনূসের করা পৃথক আবেদনে চূড়ান্ত শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে তাঁর বিরুদ্ধে ওই ৫ মামলার কার্যক্রম বাতিল করা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। 

পরে জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে মামলাগুলোর কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায় বহাল রইল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের