বৃহস্পতিবার,

২৮ নভেম্বর ২০২৪,

১৪ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২৮ নভেম্বর ২০২৪,

১৪ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

এজলাস কক্ষে ডিম নিক্ষেপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১১, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:১৩, ২৮ নভেম্বর ২০২৪

Google News
এজলাস কক্ষে ডিম নিক্ষেপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম নিক্ষেপের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ লক্ষ্যে এজলাস কক্ষের ভেতর ও প্রবেশ মুখে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা শুরু করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। 

বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতিকে এ নির্দেশের কথা জানানো হয়। এর আগে প্রধান বিচারপতির সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি তার কঠোর মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এজলাসে ডিম ছুড়ে মারার ঘটনায় সমগ্র বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে এর জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে। সেখানে অভিযোগ দেওয়ার সুযোগ আছে। কিন্তু আইন হাতে তুলে নেওয়া মেনে নেওয়া হবে না। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের খুঁজে বের করা হবে। এ ঘটনায় সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল কার্যালয় অনুসন্ধান শুরু করেছে।

এজলাসে ডিম ছোড়ার ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও তদন্ত কমিটি গঠন করবে বলে জানান মাহাবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, কোনো আইনজীবী জড়িত থাকলে তাদের আইনজীবী সমিতির সদস্য পদ ও বার কাউন্সিল সনদ বাতিল হতে পারে। প্রধান বিচারপতির কঠোর মনোভাবের সঙ্গে আমরাও একমত পোষণ করেছি। 

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের