আবারও গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে যাত্রাবাড়ীতে তার গাড়ির পেছনে একটি ট্রাক ধাক্কা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রশিদুল ইসলাম রিফাত (রিফাত রশিদ)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি ছবি পোস্ট দিয়ে তিনি লেখেন, হাসনাত আব্দুল্লাহ ভাইকে আবারও গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।
এছাড়া তার প্রকাশিত ছবিতে দেখা যায়, গাড়িতে লাগা ট্রাকের ধাক্কার ছবি দিয়ে হাসনাত লিখেছেন, আমার গাড়িতে আবার মারা হইছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ীতে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করা হয়। চট্টগ্রামে আদালতচত্বরে হত্যাকাণ্ডের শিকার হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে ঘটনা ঘটে।
তবে দুর্ঘটনায় হাসনাত ও সারজিসের ক্ষতি হয়নি বলে জানা গেছে তবে তাদের বহনকারী প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম