ঋণের নামে জড়ো হওয়া থেকে শুরু করে একদিনে এতো ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, সংস্কারের পদক্ষেপ বাধাগ্রস্ত করতে এসব ষড়যন্ত্র কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের দুর্বলতা ছিল। পুলিশ একটি পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ আগের মতো ভূমিকা নিলে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।