মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

মঙ্গলবার,

২৬ নভেম্বর ২০২৪,

১২ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

তিন কলেজের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৮, ২৫ নভেম্বর ২০২৪

Google News
তিন কলেজের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কয়েকশ' শিক্ষার্থী মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়, এতে কলেজের বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম লুট করে হামলাকারীরা।

ঘটনার পর দুপুর ১টার দিকে এই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এবং স্থানীয় জনতার সঙ্গে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়, যা পুরো যাত্রাবাড়ী এলাকা রণক্ষেত্রে পরিণত করে।

এ ঘটনার সূত্রপাত ঘটে সকাল থেকেই, যখন কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে শুরু করেন। এরপর তারা দুপুর ১২টার দিকে স্লোগান দিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালান। হামলাকারীরা কলেজের বিভিন্ন সম্পদ লুট করে নিয়ে যায়।

এছাড়া, গত রোববার (২৪ নভেম্বর) ভুল চিকিৎসায় এক শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় মোল্লা কলেজের শিক্ষার্থীরা পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের