বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৩, ২৫ নভেম্বর ২০২৪

Google News
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ করেছে।

বিএফআইইউ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১) (গ) ধারার আওতায় সূচনা ফাউন্ডেশনের সকল হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

একইসাথে ৩০ দিনের জন্য সূচনা ফাউন্ডেশনের সকল লেনদেন স্থগিত করার নির্দেশ দিয়েছে। প্রয়োজন হলে এই স্থগিতাদেশ আরও বাড়ানো হতে পারে বলে নির্দেশে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সমস্ত হিসাবের তথ্যাদি (হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ফর্ম, হালনাগাদ লেনদেন বিবরণী) আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, এসব হিসাবের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

সূচনা ফাউন্ডেশন মানসিক অক্ষমতা, স্নায়বিক অক্ষমতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানে কাজ করে। ফাউন্ডেশনের ট্রাস্টির মধ্যে সায়মা ওয়াজেদ পুতুল, মুজহারুল মান্নান এবং জয়ন বারী রিজভী রয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের