রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

১০ অগ্রাহায়ণ ১৪৩১

রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

১০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

প্রেস ক্লাবের সামনে বসে পড়লেন ব্যাটারিচালিত রিকশাচালকরা, যানচলাচল বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৫, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৯, ২৪ নভেম্বর ২০২৪

Google News
প্রেস ক্লাবের সামনে বসে পড়লেন ব্যাটারিচালিত রিকশাচালকরা, যানচলাচল বন্ধ

জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করাসহ ১১ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন তারা। ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবের সামনে আসেন রিকশাচালকরা। রিকশাচালকরা কামরাঙ্গীরচর, সেকশন, হাজারিবাগ ও সেকশন এলাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন। এছাড়া টিটাগাং রোড এলাকা থেকে আরও রিকশাচালক আসছেন বলে জানা গেছে।

রোববার ব্যাটারিচালিত রিকশাচালকরা বিশাল মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। এ সময় তারা ‘ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে’ স্লোগান দিতে থাকেন। পরে প্রেস ক্লাবের সামনে এসে তারা রাস্তায় বসে পড়েন। 

এছাড়াও প্রেস ক্লাবের সামনে একটি পিকাপ ভ্যানে লাল ব্যানারে সমাবেশ মঞ্চের আয়োজন করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। মঞ্চে ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের