রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

১০ অগ্রাহায়ণ ১৪৩১

রোববার,

২৪ নভেম্বর ২০২৪,

১০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৭, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:১৮, ২৪ নভেম্বর ২০২৪

Google News
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন, সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১ মার্চ প্রধান বিচারপতি পদে যোগ দেন এবং ২০০৮ সালের ৩১ মে অবসরে যান।

তার মৃত্যুতে আইনজীবী সমাজসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানা গেছে।

তাঁর মৃত্যুতে রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের