বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, দুর্ভোগে জনসাধারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২০, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:২১, ২১ নভেম্বর ২০২৪

Google News
আজও অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, দুর্ভোগে জনসাধারণ

রাজধানীতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা। ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়ায় রাজধানীর মহাখালী, বসিলা, শেওড়াপাড়া, আগারগাঁওয় ও ডেমরায় অবরোধ করেছে চালকরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে অবরোধ শুরু করে অটোরিকশা চালকরা। এর ফলে এসব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এছাড়া গাবতলীর মাজার রোড ও টেকনিক্যালে সড়ক অবরোধ করে আন্দোলন করছে অটোরিকশা চালকরা। ওই এলাকায় বন্ধ রয়েছে যানবাহন চলাচল।

এ বিষয়ে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস গণমাধ্যমকে বলেন, আজ সকাল থেকে রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর ও পল্লবীতে রাস্তায় নেমে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। আমরা জানতে পেরেছি সেখান থেকে তারা মিরপুর-১০ নম্বরে একত্রিত হয়ে আন্দোলন করবে।

এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের