রাজধানীর দয়াগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে ট্রাফিক পুলিশ অভিযানে গেলে সার্জেন্টের ওপর হামলা ও গেন্ডারিয়া থানার গাড়ি ভাংচুর করেছে অটোরিকশা চালকরা।
আজ বুধবার (২০ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। এসময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিন তিনদিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের পর বিভিন্ন স্থানে অটোরিকশা বন্ধে অভিযান চালায় পুলিশ। সকালে এমন এক অভিযান চালানোর সময় হামলা চালায় অটোরিকশা চালকেরা।
এদিকে, পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ওয়ারির ডিসি ছালেহ উদ্দিন।
রেডিওটুডে নিউজ/আনাম