ঢালাও মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম, আর ৫০টা বেনামি আসামি দিত। এখন ভুয়া মামলাগুলো করছে জনগণ। তারা ১০টা নাম, ৫০টা বেনামি আসামিও দিচ্ছে। ভুয়া মামলাগুলোতে কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।’
আজ মঙ্গলবার দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় পাকিস্তানি থেকে আসা জাহাজ নিয়ে যারা গুজব রটাচ্ছেন তারা দেশের শত্রু বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এই জাহাজটা মধ্য প্রাচ্য থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের এখানে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষেধ আছে? সবার জন্য আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসলে অসুবিধা কি? আমরা কি কারো কাছে বন্দি নাকি? শুধু তারই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। এটার ভেতরে খেজুর, পেঁয়াজ, আলু আসছে। যেটা আমাদের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু।’
মিথ্যা সংবাদ প্রকাশ করলে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যে ভুল হয় না, তা নয়। আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আমি তো বলে দিয়েছি মুক্তভাবে বলুন। আমরা বিষয়গুলো তদন্ত করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটেনি সেটা বলবেন না। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।’
চট্টগ্রামে সম্প্রতি গঠিত সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে-এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কারও ক্ষতি করছি কিনা আপনারা লেখেন। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উস্কানি দিচ্ছে।’ পার্শ্ববর্তী দেশ বলতে কোন দেশকে বুঝানো হচ্ছে- এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।
পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুদিনে পরিবর্তন হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।’ কোটা সংস্কার আন্দোলনে গুলিবর্ষণকারী অস্ত্রধারীদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।