বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪,

৩০ কার্তিক ১৪৩১

বৃহস্পতিবার,

১৪ নভেম্বর ২০২৪,

৩০ কার্তিক ১৪৩১

Radio Today News

জিরো পয়েন্টে হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৩, ১৩ নভেম্বর ২০২৪

Google News
জিরো পয়েন্টে হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান

রাজধানীর জিরো পয়েন্টে গত ১০ নভেম্বর আওয়ামী লীগের অংশ ভেবে কয়েকজনের ওপর হামলার ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এক বিবৃতি এ আহ্বান জানায় যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

মঙ্গলবার বিবৃতিটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে প্রকাশ করা হয়।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের ওপর আক্রমণ করাটা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সভা-সমিতি-সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক-সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের