বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

Radio Today News

নাট্যকর্মীদের সমাবেশে ‘ডিম নিক্ষেপের’ অভিযোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৩১, ৮ নভেম্বর ২০২৪

Google News
নাট্যকর্মীদের সমাবেশে ‘ডিম নিক্ষেপের’ অভিযোগ

ঢাকায় জাতীয় নাট্যশালার সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের এক প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টার পর সমাবেশে নাট্যকার, নির্দেশক, সংগঠক মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুড়ে মারেন বলে নাট্যকর্মীরা জানিয়েছেন। এসময় নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যান।

সম্প্রতি 'নিত্যপুরাণ' নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে শুক্রবার ওই সমাবেশ আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। সমাবেশের শেষের দিকে মামুনুর রশীদের বক্তব্যের সময় আক্রমণের ঘটনা ঘটে।

এ ঘটনায় মঞ্চ থেকে মামুনুর রশীদ বলেন, ‘যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।’

নিরাপত্তাবাহিনীর সদস্যের সামনেই ওই ঘটনা ঘটে জানিয়ে মামুনুর রশীদ বলেন, ‘তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

নাট্যকার মাসুম রেজা বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছেন। আমরা নাট্যকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এটি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব। এখানে পুলিশ ছিলেন, তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’

গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা বলেন, ‘আমরা সারা দেশে প্রতিবাদ কর্মসূচি করব। আমাদের সমাবেশ শেষভাগে এসে কয়েকজন দুর্বৃত্ত এই কাজটি করেছে। তারা পালিয়ে গেছে।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের