শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

শুক্রবার,

০৩ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে: আইন উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:০৫, ৮ নভেম্বর ২০২৪

Google News
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হচ্ছে: আইন উপদেষ্টা

দেশে বহুল আলোচিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনটি বাতিলের মাধ্যমে এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। ড. আসিফ নজরুল জানান, সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও এই আইনের অপব্যবহারের শিকার হচ্ছিলেন, এবং তাদের হয়রানির অবসান ঘটাতে এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাইবার নিরাপত্তা আইনের অধীনে পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলোর বিচার কার্যক্রম চালু থাকবে।

আইন উপদেষ্টা আরও বলেন, "সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পর এই আইনের অধীনে থাকা মামলা বাতিল হবে, সাংবাদিকদের এজন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।" তবে ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদ পরিবার থেকে করা কোনো মামলা থাকলে, তা নিয়ে আলাদাভাবে সংবেদনশীলভাবে দেখার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভুল-ত্রুটি তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সাংবাদিকদের নির্ভীক হতে হবে। সাংবাদিকরা নির্ভীক না হলে গণতন্ত্র ও পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।"

অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ১১ জন সাংবাদিককে "বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড" প্রদান করা হয়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের