বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

Radio Today News

কথিত সেই ব্যক্তি আমুর আইনজীবী নন: পিপি ফারুকী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:১৪, ৮ নভেম্বর ২০২৪

Google News
কথিত সেই ব্যক্তি আমুর আইনজীবী নন: পিপি ফারুকী

মহানগর দায়রা জজ আদালতে হয়রানির শিকার দাবি করা আইনজীবী স্বপন রায় চৌধুরীকে রাষ্ট্রপক্ষের কেউ এজলাস থেকে বের করেননি। তিনি আসামিপক্ষের কেউ ছিলেন না, এমনকি ওকালতনামাও দেননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টা নাগাদ সিএমএম আদালতে নিজ কার্যালয়ে ব্রিফিং করেন তিনি। সেখানেই সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগরের এই পাবলিক প্রসিকিউটর।

ফারুকী জানান, আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর একটি পক্ষ স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেয়। কথিত ওই আইনজীবী যে বক্তব্য দিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি আমুর আইনজীবী নয়।

দেশবাসীকে ভুল বুঝাতেই এমন ঘটনা সাজানো হয়েছে বলে জানিয়ে ফারুকী বলেন, আসামিপক্ষের আইনজীবীদের কথা বলতে দেয়া হয়নি, এটা মিথ্যা। নিরাপত্তার স্বার্থে আগামীতে আসামির কাছ থেকে আইনজীবীর নাম শোনা হবে বলেও জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের