বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

গুম কমিশন অভিযোগ পেয়েছে ১৬০০`র বেশি গুমের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬, ৫ নভেম্বর ২০২৪

Google News
গুম কমিশন অভিযোগ পেয়েছে ১৬০০`র বেশি গুমের

গত ১ অক্টোবর থেকে গুম ক‌মিশন ১৬০০'র বে‌শি গু‌মের অভিযোগ পে‌য়ে‌ছে বলে জানা গেছে। এর ম‌ধ্যে ইন্টার‌ভিউ নেয়া হ‌য়ে‌ছে ১৪০ জ‌নের। অন্যদিকে অভিযোগ খ‌তি‌য়ে দেখা হ‌য়ে‌ছে ৪০০ জনের। 

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে গুম কমিশনের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এই তথ্য জানান। 
 
এসময় তিনি বলেন, গত সরকারের আমলে গুমের শিকার ১০জন ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। এসকল গু‌মের ঘটনা ছি‌লো ২০০৯ সাল থে‌কে ২০২৪ সাল পর্যন্ত। 

এসময় তিনি আরও বলেন, এই সকল গু‌মের স‌ঙ্গে পার্শ্ববর্তী কোন দে‌শের সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হ‌চ্ছে। জি‌জিএফআই, র‌্যাব, পুলিশ, ডি‌বি,  সি‌টি‌টিসি, সিআইডির কর্মকর্তা‌দের গু‌মের স‌ঙ্গে সংশ্লিষ্টতা ছি‌লো। 

রাজ‌নৈ‌তিক কারণ ছাড়াও সরকা‌রের সমা‌লোচনা করার কার‌নে অনেকে গু‌মের শিকার হ‌য়ে‌ছেন বলেও এসময় উল্লেখ করেন কমিশনের চেয়ারম্যান মঈনুল ইসলাম চৌধুরী। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের