জুলাই-আগস্ট গণহত্যা মামলায় রাজধানীর মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার বিকাল সাড়ে তিনটার পর পুলিশি পাহারায় তাকে রংপুর থেকে এনে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় দায়ের মামলার আসামি মিরপুরের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করা হয়।
বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানিয়েছিলেন, জুলাই গণহত্যা মামলার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার কাউকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।