জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত প্রথম কোনো আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ। তাকে রংপুর থেকে ট্রাইব্যুনালে আনা হচ্ছে বলে জানা গেছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানিয়েছেন, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে ট্রাইবুনালে হাজির করা হবে।
রেডিওটুডে নিউজ/আনাম