মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

মঙ্গলবার,

২২ অক্টোবর ২০২৪,

৭ কার্তিক ১৪৩১

Radio Today News

রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড় পরানোয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৬, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:২৮, ২২ অক্টোবর ২০২৪

Google News
রাজু চত্বরে নারী ভাস্কর্যের মুখে কালো কাপড় পরানোয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানোর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২০ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু চত্ত্বরে নারী ভাস্কার্যের মুখে কালো কাপড় পরানো অবস্থায় দেখা যায়। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা অনুসন্ধান করে একটি প্রতিবেদন দেয়ার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া, ঘটনার সাথে সম্পৃক্তদের চিহ্নিত করা, এ ব্যাপারে পরবর্তী করণীয় বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে কমিটিতে সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম,  ড. এ কে এম নূর আলম সিদ্দিকী ও ড. শান্টু বড়ুয়াকে সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের