শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

শুক্রবার,

১৮ অক্টোবর ২০২৪,

৩ কার্তিক ১৪৩১

Radio Today News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৮, ১৪ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:১০, ১৪ অক্টোবর ২০২৪

Google News
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা

আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তিন বিচারপতি নিয়োগের অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। ট্রাইব্যুনালের বাকি দুজন হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিতুল হক এনাম চৌধুরী। 

আজ সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এ মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার কাজ শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, বিচারিক কাজ অচিরেই শুরু হবে। জুলাই বিপ্লবের ঘটনায় যে নির্মম অপরাধ হয়েছে সেটার বিচার এখানেই হবে।

আসিফ নজরুল আরও বলেন, বিচার কাজের সুবিধার জন্য আরও বিচারক নিয়োগের প্রয়োজন হলে তা দেয়া হবে। যদি ট্রাইব্যুনাল ১ বা ২ করতে হয়, সেটাও করবে সরকার।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের