শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

মোহাম্মদপুরে আইনশৃঙ্খলাবাহিনীর পোশাক পরে ডাকাতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২১, ১২ অক্টোবর ২০২৪

Google News
মোহাম্মদপুরে আইনশৃঙ্খলাবাহিনীর পোশাক পরে ডাকাতি

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় তারা। 

শুক্রবার দিনগত রাত ৩টায় মোহাম্মদপুর তিনরাস্তা মোড় বেরিবাঁধ এলাকার হাজি ভিলায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ৩টা থেকে সাড়ে ৩টার সময় ১৫-২০ জনের একটি দল ৪-৫টি হায়েস গাড়ি নিয়ে হাজি ভিলায় আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র‍্যাবের কটি পরা এবং বাকি কয়েকজন সিভিলে ছিল। 

বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক জানান, গতকাল রাতে সেনাবাহিনীর পোশাক পরে কয়েকজন এসে আমাকে বাসার গেট খুলতে বলে। আমি বাসার গেট খুলে দিলে দুজন এসে আমার দুই হাত ধরে আমাকে বলে ‘তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর’। আমি তখন বললাম, ‘আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি। আমার কাছে কোনো অস্ত্র নাই। তখন তারা আমাদের আটকে রেখে পুরো বাসা তল্লাশি করে। এ সময় বাসায় থাকা নগদ ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

বাড়ির প্রহরী মমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে কয়েকজন এসে আমাকে ঘুম থেক জাগিয়ে বাড়ির গেট খুলতে বলে। আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাকে যৌথ বাহিনীর অভিযানে বাড়ি তল্লাশি করবে বলে জানায়। আমি গেট খুলে দিলে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা কয়েকজন বাড়িতে প্রবেশ করে বাড়ির মালিকের তিন তলার বাসায় প্রবেশ করে। সেখানে গিয়ে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালায়। ওই সময় বাড়িতে থাকা ৮৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায়। এ সময় আমাকেও তারা গাড়িতে করে তুলে নিয়ে যেতে চায়।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের