শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

তাঁতীবাজারে পূজা মণ্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭, ১২ অক্টোবর ২০২৪

Google News
তাঁতীবাজারে পূজা মণ্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ

পুরান ঢাকার কোতোয়ালি থানার তাঁতীবাজারে পূজামণ্ডপ এলাকায় শুক্রবার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। একপর্যায়ে তারা পূজামণ্ডপে পেট্রোল বোমা ছোড়ে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে তিনজনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন আকাশ, মো. হৃদয় ও মো. জীবন। তারা কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আহতরা হলেন দীপ্ত দে, ঝন্টু ধর, খোকন ধর, সাগর ঘোষ ও রমিজ উদ্দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ছিনতাইকারীরা এক নারীর গলা থেকে চেইন টান মেরে দৌড় দেয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের আটকের চেষ্টা করেন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে পাঁচজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা একটি বোতল ছুড়ে মারে। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় কোনো ক্ষতি হয়নি। 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, বিষয়টি শুনেছি। প্রকৃত ঘটনা জানতে পরিষদের লোকজন সেখানে গেছে। এ ব্যাপারে পরিষদ আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানাবে।  

কোতোয়ালি থানার ওসি এনামুল হাসান  জানান, আটক তিন ছিনতাইকারীর কাছ থেকে স্বর্ণের চেইন ও চাকু পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বোতলে কী ছিল– জানতে চাইলে ওসি বলেন, বোতলে তরলজাতীয় কিছু আছে। যেহেতু সেটি বিস্ফোরিত হয়নি, সেক্ষেত্রে সেটা ভয়ভীতি দেখানোর জন্যও ছুড়তে পারে ছিনতাইকারীরা। 

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন বলেন, আমরা ফুটেজ সংগ্রহ করছি। এটি ছিনতাই নাকি অন্য ঘটনা, তা জানার চেষ্টা চলছে। একজনকে কিছু একটা ছুড়তে দেখা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের