শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

কারাগারে সাবেক সংসদ সদস্য ‘বোমা মানিক’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৭, ১০ অক্টোবর ২০২৪

Google News
কারাগারে সাবেক সংসদ সদস্য ‘বোমা মানিক’

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে (বোমা মানিক) আদালত থেকে কারাগারে পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) সকালে সাবেক এই এমপি মানিককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক আলমগীর হোসনের আদালত  আনা হলে তিনি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত থেকে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। 

তিনি বলেন, ‘সাবেক এই সংসদ সদস্য শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও উনাকে আসামি করা হয়েছে।’

তিনি বলেন,  ‘সাবেক এই সংসদ সদস্য এখন খুব অসুস্থ। আমরা তার চিকিৎসা সেবা দেওয়ার জন্য ও কারাগারে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। সেই সাথে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকায় আগামী ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।’

এর আগে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের