শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

সওজ প্রকল্পের নির্মাণকাজে ৪০ শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়: টিআইবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৫, ৯ অক্টোবর ২০২৪

Google News
সওজ প্রকল্পের নির্মাণকাজে ৪০ শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়: টিআইবি

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বাস্তবায়ন করা উন্নয়ন প্রকল্পে গত ১৫ বছরের দুর্নীতির ফলাফল প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বুধবার টিআইবির ধানমন্ডি কার্যালয়ে এক গবেষণা ফলাফল প্রকাশকালে টিআইবি জানায়, সওজ প্রকল্পে গত ১৫ বছরে দুর্নীতির ফলে দেশের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার ৮৩৫ টাকা পর্যন্ত।

এ সময় বলা হয়, এসব উন্নয়ন প্রকল্পে ২৩ থেকে ৪০ শতাংশ পর্যন্ত দুর্নীতি হয়েছে বলে সংস্থাটি অনুমান করছে।

সেই বিবেচনায় ২০০৯-১০ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পগুলোর দূর্নীতির কারণে দেশের ২৯ হাজার ২৩০ কোটি টাকা থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এসব দুর্নীতির পেছনে রাজনীতিবিদ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে ত্রিপক্ষীয় যোগসাজশ রয়েছে।’

তিনি বলেন, ‘এই ত্রিপক্ষীয় যোগসাজশ ভাঙতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের