রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

৬ মামলায় জামিনের পর হাজত থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৯, ৮ অক্টোবর ২০২৪

Google News
৬ মামলায় জামিনের পর হাজত থেকেই মুক্ত সাবের হোসেন চৌধুরী 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে তিনি জামিনে মুক্তি পান।

সাবের হোসেন চৌধুরীর আইনজীবী ফারজানা ইয়াসমিন সংবাদ মাধ্যম বলেন, “পল্টন ও খিলগাঁও থানার পৃথক ছয়টি মামলায় সাবের হোসেন চৌধুরীকে আজ বিকেলে জামিন দেন আদালত। পরে সন্ধ্যার সময় আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান।”

একজন আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সরকারপতনের পর আওয়ামী লীগের যে মন্ত্রী-এমপিদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে সাবের হোসেনই জামিন পেলেন। আর এমন ত্বরিৎ গতিতে মুক্তি দেওয়ার ঘটনাও বিরল।” 

এর আগে গত রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের