রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

সাগর-রুনি হত্যা: বাদীপক্ষে মামলা পরিচালনায় ৯ আইনজীবী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৫, ১ অক্টোবর ২০২৪

Google News
সাগর-রুনি হত্যা: বাদীপক্ষে মামলা পরিচালনায় ৯ আইনজীবী

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীপক্ষে মামলা পরিচালনার জন্য ৯ জন আইনজীবীকে নিয়োগের অনুমতি দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (০১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন। নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন—শিশির মনির, মুজাহিদুল ইসলাম, মিজানুল হক, মোস্তফা জামাল, আবু রাসেল, মহিউদ্দিন, আব্দুল্লাহ আল ফারুক, ইকবাল হোসেন ও মোত্তাকিন হোসাইন।

বাদীপক্ষের আবেদনে বলা হয়, মামলার ভিকটিম সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনিকে অজ্ঞাতপরিচয়ের আসামিরা ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে। মামলাটি দীর্ঘ ১২ বছর তদন্ত চলামান থাকলেও কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও মামলায় কোনো প্রকার অগ্রগতি নেই। মামলাটি দ্রুত নিষ্পত্তির ও ন্যায়বিচারের স্বার্থে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরকে সহায়তার জন্য বাদীপক্ষে নিজ খরচে আইনজীবী নিয়োগ করা আব্যশ্যক।

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের