সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

সোমবার,

৩০ ডিসেম্বর ২০২৪,

১৬ পৌষ ১৪৩১

Radio Today News

চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় অন্যতম আসামি জামাই মামুন গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৯, ১ অক্টোবর ২০২৪

Google News
চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় অন্যতম আসামি জামাই মামুন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর সহকারী পরিচালক সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর ) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন বরিশাল জেলার আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাবীছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানা প্রথমে তদন্ত শুরু করলেও উচ্চ আদালতের নির্দেশে র‌্যাব-১১ এর নিকট মামলার তদন্ত অর্পণ করা হয়। এর ধারাবাহিকতায় ত্বকী হত্যা মামলায় জড়িত থাকার দায়ে সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে তাবলিগ জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তাকে পাঠানো হলেও আদালত রেভারেঞ্জের কারণে আসামির রিমান্ড শুনানি হয়নি। আগামী ৬ অক্টোবর মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের