ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাওসার ভূঁইয়া ও আল হাবিব এবং ভাঙ্গা থানার তৎকালীন ওসি মামুনসহ আওয়ামী লীগের ৯৮ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় আরো অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত বুধবার ফরিদপুর দ্রুত বিচার আদালতে মামলাটি করেন ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মো. সাইদুর রহমান শিকদার মিঠু।
দ্রুত বিচার আইনে মামলার বাদী মো. সাইদুর রহমান শিকদার মিঠু এজাহারে উল্লেখ করেছেন, গত ৩ আগস্ট সকাল ১০টার দিকে ভাঙ্গা-ঢাকা বিশ্বরোড গোলচত্বর রাস্তার ওপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিক্সন চৌধুরী, শাহাদাত হোসেনসহ ১ থেকে ১০ নম্বর আসামির নির্দেশে অজ্ঞাতপরিচয় আসামিরা প্রত্যক্ষ-পরোক্ষভাবে হামলায় অংশ নেন। আসামিরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর ককটেল, হাতবোমা, ইটপাটকেল নিক্ষেপ করেন।
এমএমএইচ/রেডিওটুডে