রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

Radio Today News

কোটা আন্দোলন : নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন, হস্তান্তর ৮ মরদেহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৪, ২৫ জুলাই ২০২৪

Google News
কোটা আন্দোলন : নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন, হস্তান্তর ৮ মরদেহ

দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। অন্যদিকে অজ্ঞাত আটটি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত ছাড়াই আটজনের মরদেহ স্বজনরা নিজ দায়িত্বে নিয়ে গেছেন।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢামেক সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢামেক মর্গের এক সহকারী জানান, গত ১৭ জুলাই তারিখ থেকে এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, দুইজন সাংবাদিক ও একজন আনসার সদস্য রয়েছেন। এদের মধ্যে অজ্ঞাত আটটি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : সহিংসতাকারীরা যাতে ঢাকা ছাড়তে না পারে সেই পরিকল্পনা করছে ডিএমপি

তিনি বলেন, গত ১৭ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আলীসহ দুইজনের ময়নাতদন্ত হয়। এছাড়া গত ১৯ জুলাই ছয়জনের, ২০ জুলাই ২১ জনের, ২১ জুলাই ৩৬ জনের, ২২ জুলাই ১০ জনের, ২৩ জুলাই নয় জনের, ২৪ জুলাই তিন জনের ও আজ দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের