বৃহস্পতিবার,

০৪ জুলাই ২০২৪,

১৯ আষাঢ় ১৪৩১

বৃহস্পতিবার,

০৪ জুলাই ২০২৪,

১৯ আষাঢ় ১৪৩১

Radio Today News

সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা: সাভার গো প্রজনন কেন্দ্রে দুদকের অভিযান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৩, ১ জুলাই ২০২৪

আপডেট: ১৫:১৮, ১ জুলাই ২০২৪

Google News
সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা: সাভার গো প্রজনন কেন্দ্রে দুদকের অভিযান

সাদিক অ্যাগ্রোকে প্রতারণামূলকভাবে সহায়তার অভিযোগে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশিন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য জনিয়েছেন।

সোমবার বেলা ১১টার দিকে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে সাদিক এগ্রোর ব্যবসা সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করা হয়। তাতে সাদিক এগ্রোকে নিয়মবহির্ভূত সহায়তার কিছু তথ্য মিলেছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে ৯ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে অভিযান শুরু করা হয়। 

এর আগে শনিবার রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ এলাকায় সাদিক এগ্রোর পুরো খামার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খাল উদ্ধারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন খামারটি একেবারে ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান শুরু হয়। 

সাদিক এগ্রোর পুরো খামার গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ট্রেড লাইসেন্স না থাকা, আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা এবং খালের পাড় ঘেঁষে স্থাপনা গড়ার নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের