মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

মঙ্গলবার,

০২ জুলাই ২০২৪,

১৭ আষাঢ় ১৪৩১

Radio Today News

কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়ন, তিন কারারক্ষী বরখাস্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪০, ২৭ জুন ২০২৪

Google News
কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়ন, তিন কারারক্ষী বরখাস্ত

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রধান কারারক্ষী দুলাল হোসেনসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরও দুই কারারক্ষীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়াও চলছে।

বরখাস্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন জেল সুপার আনোয়ার হোসেন। 

সাময়িক বরখাস্ত অন্য দুই কারারক্ষী হলেন- আবদুল মতিন ও আরিফুল ইসলাম। এছাড়াও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, কারারক্ষী ফরিদুল ইসলাম ও হোসেনুজ্জামান।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে জেলা প্রশাসন ও ডিআইজি প্রিজনের গঠিত পৃথক কমিটি ঘটনার তদন্ত শুরু করে। এর আগে দুপুরে এ ঘটনায় বগুড়া জেলা প্রশাসকের গঠিত ছয় সদস্যের এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক শেখ সুজাউর রহমান সুজার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।  এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস বলেন, এটা কারাগারের আভ্যন্তরীণ বিষয়। এটা আলাদা ডিপার্টমেন্ট। আমাদের তদন্ত আজ থেকেই শুরু করা হয়েছে।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের