বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

এক ঘণ্টায় আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:০৯, ২ এপ্রিল ২০২৪

Google News
এক ঘণ্টায় আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

রাজধানীর ডেমরা থানা এলাকার গ্যারেজে লাগা আগুন প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে বোনাপাড়ার ধার্মিকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, ৮টা ৫০ মিনিটে ধার্মিকপাড়ায় বাসের গ্যারেজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আর তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ৯টা ৪৮ মিনিটে পাঁচ ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাসে আগুন ধরে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের