বুধবার,

০২ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

বুধবার,

০২ এপ্রিল ২০২৫,

১৮ চৈত্র ১৪৩১

Radio Today News

জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, পরিদর্শনে সেনাবাহিনী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১১, ২ নভেম্বর ২০২৪

Google News
জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, পরিদর্শনে সেনাবাহিনী

খুলনায় জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ডাকবাংলো এলাকার পার্টি অফিস থেকে প্লাস্টিকের কয়েকটি চেয়ার ও কিছু ব্যানার-প্ল্যাকার্ড বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার পর পার্টি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া রাতে জাতীয় পার্টি অফিস পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা।

জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু জানান, মাগরিবের নামাজের সময় পার্টি অফিসে কেউ ছিল না। তখন ৫০ থেকে ৬০ জনের একদল যুবক তাদের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর তারা পার্টি কার্যালয়ে ঢুকে সাইনবোর্ড, চেয়ার-টেবিল, ফ্যান, টিভি ভাঙচুর করে। তারা কয়েকটি ফাইল ও কাগজপত্র নিয়ে যায়। এছাড়া তারা কয়েকটি চেয়ার, ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে পার্টি অফিসের সামনের রাস্তায় আগুনে পুড়িয়ে দেয়। 

তিনি জানান, এ ঘটনায় তারা মামলা করবেন। এছাড়া রোববার সন্ধ্যায় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে পার্টি অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।  

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি মো. মুনীর উল গিয়াস বলেন, ৫০ থেকে ৬০ জন যুবক মিছিল সহকারে জাতীয় পার্টি অফিসে ঢুকে কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এখন পুলিশ মোতায়েন রয়েছে। প্রয়োজন হলে রোববারও পুলিশ মোতায়েন থাকবে। তিনি বলেন, জাতীয় পার্টির নেতারা অভিযোগ দিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের