বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

জামিন নামঞ্জুর করে শিক্ষক পেটানো ছাত্রকে সংশোধনাগারে পাঠানো হয়েছে

ফাইজার চৌধুরী, চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৫, ১০ অক্টোবর ২০২৩

Google News
জামিন নামঞ্জুর করে শিক্ষক পেটানো ছাত্রকে সংশোধনাগারে পাঠানো হয়েছে

সংগৃহিত ছবি

শিক্ষককের গালে থাপ্পড় মারা সেই ছাত্রকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার শিশু আদালতে আত্মসর্ম্পণ করলে আদালতের বিচারক মুসরাত জেরীন জামিন নামঞ্জুর করে তাকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

চুয়াডাঙ্গার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার সকালে শিক্ষক হাফিজুর রহমান বাদী হয়ে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা প্রদান ও মারপিটের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস জানান, ভুক্তভোগী শিক্ষকের দায়ের করা মামলায় চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী আজ শিশু আদালতে আত্মসর্ম্পণ করে। আদালতের বিচারক মুসরাত জেরিন উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, রবিবার চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা চলাকালে দশম শ্রেণির এক ছাত্রের খাতা কেড়ে নেওয়ায় ঐ ছাত্র দায়িত্বরত শিক্ষকের দুই গালে থাপ্পড় মারে এবং লাঞ্ছিত হন দায়িত্বরত শিক্ষক। 

এঘটনায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের