জনবল নিয়োগ দিচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই)। প্রতিষ্ঠানটিতে ১২টি পদে মোট ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১.পদের নাম: সমন্বয় কর্মকর্তা প্রশাসন উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
২.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) রসায়ন রসায়ন পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০৬
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৩.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ফুড এন্ড ব্যাকটেরলজি রসায়ন পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০৫
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৪.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) পুরকৌশল, পদার্থ পদার্থ পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০৪
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৫.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স পদার্থ পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০২
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৬.পদের নাম: পরীক্ষক (পরীক্ষণ) টেক্সটাইল পদার্থ পরীক্ষণ উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৭.পদের নাম: পরীক্ষক (মান) পাট ও বস্ত্র মান উইং
পদ সংখ্যা: ০২
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৮.পদের নাম: পরীক্ষক ( মেট্রোলজি, ভৌত) মেট্রোলজি উই
পদ সংখ্যা: ০৮
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
৯.পদের নাম: পরীক্ষক (মেট্রোলজি, রসায়ন) মেট্রোলজি উই
পদ সংখ্যা: ০৬
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
১০.পদের নাম: পরিদর্শক (মেট্রোলজি) মেট্রোলজি উইং
পদ সংখ্যা: ২২
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০/- টাকা
১১.পদের নাম: পরিসংখ্যানবিদ প্রশাসন উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা
১২.পদের নাম: পরীক্ষক প্রশাসন উইং
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা bsti.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন শুরু: ০৭ আগস্ট হতে ২০২৩
রেডিওটুডে/এমএমএইচ