ফাইল ছবি
তরুণদের জন্য পরিবহন খাতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের পাশাপাশি টেকসই জীবিকা নিশ্চিত করতে ৬৪ জেলার বেকার তরুণদের ‘যানবাহন চালনা প্রশিক্ষণ’ প্রকল্পের আওতাধীন ৪০টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে যানবাহন চালনা বিষয়ে এক মাস মেয়াদী অনাবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। ।
প্রশিক্ষণ কোর্সের নাম-
যানবাহন চালনা প্রশিক্ষণ
প্রশিক্ষণের মেয়াদ- ১ মাস
প্রতি কেন্দ্রে আসন সংখ্যা- ৪০ জন
কোর্স ফি- কোর্স ফি নেই।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা সমমান পাশ।
বয়স- ২১ হতে ৩৫ বছর (জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক)।
প্রশিক্ষণ ভাতা- জনপ্রতি দৈনিক ১৫০ টাকা।
যোগাযোগের ঠিকানা- উপপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
ওয়েবসাইট- www.dyd.gov.bd আবেদন ফরম পিডিএফ ডাউনলোড করুন।
অনলাইনে আবেদনের লিংক-
অনলাইনে আবেদন করতে এই লিংকে www.dyd.gov.bd ক্লিক করুন।
আবেদনের শেষ সময়- ২৬ জানুয়ারি ২০২৩
রেডিওটুডে নিউজ/এসবি