মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভারতের গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ২৮ এপ্রিল ২০২৫

Google News
ভারতের গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ব্যাপক অভিযান চালিয়ে ১ হাজার ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) গুজরাট রাজ্য সরকার এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ বাহিনী রাতভর সম্মিলিতভাবে অভিযান চালিয়ে ১০২৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য দুই দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। জাল পরিচয়পত্র তৈরির জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি নেটওয়ার্কের তদন্তও চলছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মাদক, মানব পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত।

আল জাজিরার তথ্য অনুসারে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার এসব বাংলাদেশি অভিবাসীদের প্রায়শই 'মুসলিম অনুপ্রবেশকারী' হিসেবে বর্ণনা করে এবং তাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, অভিবাসী-বিরোধী বক্তব্যের লক্ষ্য হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর কাছে থেকে ক্ষমতাসীন দলের ভোটব্যাংক বৃদ্ধি করা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন