মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

২৯ এপ্রিল ২০২৫,

১৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:০৮, ২৮ এপ্রিল ২০২৫

Google News
ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের স্মরণে আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত ইউক্রেন যুদ্ধে তিনদিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার একটি টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানিয়েছে ক্রেমলিন। তবে এখনো ওই যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

মস্কো বলেছে, কিয়েভও একই ধরনের আদেশ জারি করবে বলে প্রত্যাশা করছে রাশিয়া। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেন যদি কোনও ধরনের হামলা চালায় তাহলে রাশিয়া পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত থাকবে।

এর আগে গত ১৯ এপ্রিল খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে উপলক্ষ্যে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন। যদিও সেটি লঙ্ঘনের জন্য দুই দেশই পরস্পরকে দায়ী করেছিল।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

সম্প্রতি এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে তিনি কয়েকদিন আগে আভাস দিয়েছিলেন। যদিও চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের

আরও পড়ুন