
বাংলাদেশের সঙ্গে পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। দুই দেশের জনগণের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তাঁর স্ত্রী রওশন নাহিদ অনুষ্ঠানটির আয়োজন করেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ঢাকা ও ইসলামাবাদ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।
তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান। খাজা মুহাম্মদ আসিফ বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।
অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান জানান, সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে ১৫ বছর পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি বাংলাদেশের সৌন্দর্য ও আতিথেয়তার কথা তুলে ধরেন এবং সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, কূটনৈতিক কোরের সদস্য, সিভিল সোসাইটির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী সম্প্রদায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম