
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মন কী বাত’ অনুষ্ঠানে পহেলগাম সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুললেন। ২২ এপ্রিলের ঘটনার পর তিনি শোক প্রকাশ করেন এবং ভারতীয় জনগণের প্রতি নিজের সমবেদনা জানান। মোদী বলেন, “পহেলগামের ঘটনা দেখেই প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটছে। আমরা জঙ্গি হামলার কঠোর জবাব দেবো।’’ তিনি আরও বলেন, "এই হামলা ভারতীয়দের মনকে নাড়া দিয়েছে এবং দেশের প্রত্যেক প্রান্ত থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে।"
মোদী আরও বলেন, "যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, তখনই শত্রুরা আবারও সেখানে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছিল।" তিনি একে একটি বড় ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেন, “কাশ্মীরে শান্তি স্থাপনের চেষ্টা চলছে, কিন্তু কিছু শক্তি শান্তি সহ্য করতে পারেনি এবং তারা আবার কাশ্মীরকে অশান্ত করতে চেয়েছে।”
এই পরিস্থিতিতে মোদী ১৪০ কোটি ভারতীয়দের একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ১৪০ কোটি ভারতীয়ের একতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।” তিনি জানান, পুরো বিশ্ব দেখছে এবং ভারতের মধ্যে একতাবদ্ধ প্রতিক্রিয়া রয়েছে। হামলার পর বিশ্বজুড়ে সমবেদনা আসছে এবং তিনি নিজেও অনেক বিশ্বনেতার কাছ থেকে ফোন পেয়েছেন।
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে আশ্বস্ত করেন যে, তাদের ন্যায় পাওয়া নিশ্চিত হবে এবং হামলাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। পহেলগাম হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যদিও পাকিস্তান এর দায় অস্বীকার করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম