রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

রোববার,

২৭ এপ্রিল ২০২৫,

১৪ বৈশাখ ১৪৩২

Radio Today News

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ২৭ এপ্রিল ২০২৫

Google News
ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীগোষ্ঠী দাবি করেছে, তারা ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে শনিবার ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন, মিসাইলটি সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে থামাতে ব্যর্থ হয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকাতে সক্ষম হয়েছে। সেটা ইসরায়েলি আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের একাধিক এলাকায় সাইরেন বেজে ওঠে।

তিনি জানান, এ হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামের ইয়েমেনের নিজস্ব  হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইয়াহিয়া সারি বলেন, গাজার নির্যাতিত জনগণের প্রতি সংহতি, ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে ইয়েমেনি সেনাবাহিনী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের