শনিবার,

২৬ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

শনিবার,

২৬ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

নিজ ভূখণ্ডেই বিমান হামলা ভারতীয় বিমান বাহিনীর, বলছে ‘অসাবধানতা’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ২৬ এপ্রিল ২০২৫

Google News
নিজ ভূখণ্ডেই বিমান হামলা ভারতীয় বিমান বাহিনীর, বলছে ‘অসাবধানতা’

নিশ্চিত অনুমতি ছাড়াই নিজ দেশের ভূখণ্ডে বেসামরিক স্থাপনায় অনিচ্ছাকৃত বিমান হামলার ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে। শুক্রবার (২৫ এপ্রিল) রাজ্যের শিবপুরী জেলার পিছোর শহরে এই ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি জেট বিমান থেকে একটি ভারী ধাতব বস্তু অসাবধানতাবশত পড়ে যায়, যা একটি বেসামরিক বাড়িতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়।

ঘটনার পর আইএএফ তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানায়, একটি “অ-বিস্ফোরক বায়বীয় স্টোর” বিমান থেকে অসাবধানতাবশত পড়ে যায়, যা এই দুর্ঘটনার কারণ। তারা সম্পত্তির ক্ষতির জন্য দুঃখপ্রকাশও করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে বিকট শব্দে একটি ভারী বস্তু পড়ে। সেসময় তিনি সন্তানদের সঙ্গে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন এবং তার স্ত্রী ছিলেন রান্নাঘরে। বিস্ফোরণের তীব্রতায় ছাদে ফাটল ধরে এবং উঠানে প্রায় ৮-১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়। সৌভাগ্যবশত, পরিবারটির কেউ আহত হননি।

শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানান, ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের দল পৌঁছে গেছে এবং এলাকা ঘিরে ফেলা হয়েছে। দুটি কক্ষ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ একটি পার্ক করা গাড়ির উপর পড়ে। বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।

সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, “বস্তুটি অত্যন্ত শক্ত এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এটি কোথা থেকে এসেছে, তা নিশ্চিতভাবে বলা যাবে তদন্ত শেষ হওয়ার পর।” ইতোমধ্যে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে নিরাপত্তা প্রক্রিয়ার ত্রুটি নিয়ে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের