শনিবার,

২৬ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

শনিবার,

২৬ এপ্রিল ২০২৫,

১৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, পালন করা হবে যেসব আচার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৮, ২৬ এপ্রিল ২০২৫

Google News
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ, পালন করা হবে যেসব আচার

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ শনিবার (২৬ এপ্রিল) চিরনিদ্রায় শায়িত হবেন। তাঁকে শেষবার সম্মান জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিসহ বিশ্বনেতারা ভ্যাটিকানে উপস্থিত থাকবেন।

নিজের ভালোবাসার স্থান ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে তাঁকে। গির্জাটি ভ্যাটিকানের বাইরে রোমে অবস্থিত। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ফ্রান্সিসই প্রথম পোপ, যাঁর শেষ ঠিকানা ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় হচ্ছে না।

রোমান ক্যাথলিক চার্চের  প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে নিজ বাসভবন কাসা সান্তা মার্তায় গত সোমবার মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে ফেরার এক মাসের মধ্যে তাঁর মৃত্যু হলো। পোপ হিসেবে প্রায় ১২ বছর দায়িত্ব পালনের সময় নিজ বাসভবনেই অবস্থান করেছেন তিনি।

আজ শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হবে, যেখানে বিপুল জনসমাগমের প্রত্যাশা করা হচ্ছে। ফ্রান্সিসের মরদেহ তাঁর ইচ্ছা অনুযায়ী, কাঠ ও দস্তার তৈরি কফিনে করে চার্চের ভেতরে নেওয়া হবে। সেখান থেকে দাফনের জন্য রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় নেওয়া হবে মরদেহ।

মৃত্যুর পর উন্মুক্ত কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। তিন দিন পর শুক্রবার স্থানীয় সময় রাত আটটায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন। পোপের কফিন বন্ধ করার একটি বিশেষ রীতি রয়েছে। এই কর্মযজ্ঞে অংশ নেন আটজন কার্ডিনাল। কফিন বন্ধ করার আগে পোপের মুখ ঢেকে দেওয়া হয় সাদা রেশমের কাপড়ে। শরীরে দেওয়া হয় পবিত্র পানি। কফিনের ভেতরে দেওয়া হয় পোপের দায়িত্বকালে তাঁর জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এছাড়া তাঁর ১২ বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের কথাযুক্ত একটি দলিলও কফিনে রাখা হয়।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আচারেও বিপুলসংখ্যক ভক্তের অংশ নেওয়ার কথা। শনিবার পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করার পর স্থানীয় সময় সকাল ১০টায় এ আচার শুরু হবে। তাতে অংশ নেবেন ২২০ জন কার্ডিনাল এবং ৭৫০ জন বিশপ ও ধর্মযাজক। ধর্মীয় এ আচারের নেতৃত্বে দেবেন ইতালির কার্ডিনাল জিওভান্নি বাতিস্তা রে।

এরপর পোপের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে নিয়ে যাওয়া হবে। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের এই পথ পাড়ি দেওয়া হবে হাঁটার গতিতে। পথে পড়বে কলোসিয়ামসহ রোমের বিখ্যাত সব পুরাকীর্তি। শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সঙ্গে থাকবে দরিদ্র মানুষদের একটি দল। দরিদ্রদের প্রতি পোপের ভালোবাসা তুলে ধরতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পরবর্তী পোপ নির্বাচনের জন্য গত মঙ্গলবার ধর্মগুরুদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শতাব্দী প্রাচীন এই প্রক্রিয়ার মাধ্যমে তিন সপ্তাহের মধ্যে পরবর্তী পোপ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৩ সালে তত্কালীন পোপ ষোড়শ বেনেডিক্টের পদত্যাগের পর দায়িত্ব নেওয়া পোপ ফ্রান্সিসের প্রতি পুরো বিশ্ব থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। তাঁর মাতৃভূমি আর্জেন্টিনায় সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

অন্যদিকে বাংলাদেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে।

ফ্রান্সিসের শেষকৃত্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা অংশ নেবেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শেষকৃত্যে অংশ নেওয়ার বিষয়টি সর্বপ্রথম নিশ্চিত করেন। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন, বিদায়ি জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও শেষকৃত্যে অংশ নেবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসও শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে কাতার থেকে ইতালি গেছেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। এই শেষকৃত্য অনুষ্ঠান প্রসঙ্গে ট্রাম্প নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘পোপের শেষকৃত্যে অংশ নিতে আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া রোম যাব। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা মুখিয়ে রয়েছি।’

ভ্যাটিকানের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ শনিবার ৮টায় জিএমটিতে (বাংলাদেশ সময় দুপুর ২টা) অনুষ্ঠিত হবে। ওই দিনই কফিনে শায়িত পোপ ফ্রান্সিসের প্রথম ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান কর্তৃপক্ষ।

জানা গেছে, কলেজ অব কার্ডিনালের ডিন কার্ডিনাল জিওভান্নি ব্যাতিস্তা মাস বা গণপ্রার্থনার পৌরোহিত্য করবেন। সেই প্রার্থনায় হাজির থাকবেন গোটা বিশ্বের বৃদ্ধ সন্ন্যাসী, কার্ডিনাল, আর্চবিশপ, বিশপ ও ফাদাররা। তার পরই শুরু হবে প্রয়াত পোপের আত্মার শান্তি কামনায় ৯ দিনের শোক পালন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের