শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১২ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

২৫ এপ্রিল ২০২৫,

১২ বৈশাখ ১৪৩২

Radio Today News

পহেলগামে কেন সেনা ছিলো না, রাহুল গান্ধীর প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ২৫ এপ্রিল ২০২৫

Google News
পহেলগামে কেন সেনা ছিলো না, রাহুল গান্ধীর প্রশ্ন

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার দুদিন পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বৈঠকে বসেছিলো ভারতের প্রধান রাজনৈতিক দলগুলো। বৈঠকে ‘যে কোনো পদক্ষেপের জন্য’ মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশটির বিরোধীদল। তবে একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের মূল প্রশ্ন ছিলো— পহেলগামে হামলার সময় কেন কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিলো না? 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমন তুললে, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে ও আম আদমি পার্টির সংসদ সদস্য সঞ্জয় সিংসহ আরও অনেকে তা সমর্থন করেন। খবর এনডিটিভির।    

জবাবে বিজেপি সরকার জানায়, বৈসারন এলাকা সাধারণত জুন মাসে শুরু হওয়া বার্ষিক অমরনাথ যাত্রার আগে থেকেই নিরাপত্তার আওতায় আসে। তখন ওই পথ আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয় এবং তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করা হয়। 

কিন্তু এ বছর স্থানীয় পর্যটন সংস্থাগুলো ২০ এপ্রিল থেকেই সেখানে পর্যটক নিয়ে যাওয়া শুরু করে দেয় জানিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, প্রশাসনের কাছে এ বিষয়ে আগাম কোনো তথ্য ছিলো না। ফলে নির্ধারিত সময়ের আগেই পর্যটন শুরু হলেও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়নি।

বিরোধীদের আরেকটি প্রশ্ন ছিলো- ভারতের যদি পানি সংরক্ষণ ক্ষমতা না থাকে, তাহলে সরকার কেন সিন্ধু পানি চুক্তি স্থগিত করলো?

জবাবে সরকারের প্রতিনিধিরা জানান, এই সিদ্ধান্ত বাস্তবিক লাভের জন্য নয়, বরং প্রতীকী ও কৌশলগত বার্তা দেয়ার জন্য নেয়া হয়েছে। ভারত সরকার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত, সেটাই এই সিদ্ধান্তের মাধ্যমে জানানো হয়েছে। ভবিষ্যতে সরকার কোন পথে এগোবে, তার ইঙ্গিতও এতে রয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের