
কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ হামলায় শোক ও আতঙ্ক ছড়িয়ে দিলেও, এই ঘটনার মাঝে কিছু আশা জাগানিয়া দৃশ্যও উঠে এসেছে স্থানীয়দের এগিয়ে আসার মাধ্যমে। তাদের মধ্যেই একজন হলেন সাজ্জাদ আহমেদ ভাট। এক ভিডিওতে দেখা গেছে, সাজ্জাদ একটি ছেলেকে পিঠে করে নিয়ে যাচ্ছেন—যে ছেলেটি তখন আহত। দেখুন ভিডিওসহ।
ভিডিওতে দেখা যায়, পাথুরে ঢাল বেয়ে আহত কিশোরকে নিয়ে নিচে নামছেন সাজ্জাদ, তার পা একবারের জন্যও কাঁপেনি। ঠান্ডা থেকে রক্ষা পেতে সাজ্জাদের কমলা জ্যাকেট পড়ে ওই কিশোর দুই হাত দিয়ে তাঁকে জড়িয়ে ধরে ছিলেন।
বন্দুকধারীদের হামলায় আহত এক কিশোরকে উদ্ধার করেন সাজ্জাদ। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই কিশোরকে পিঠে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে নামতে দেখা যায় তাঁকে। কমলা রঙের জ্যাকেট পড়া ওই কিশোর দুই হাত দিয়ে তাঁকে জড়িয়ে ধরে ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম