
ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগাম অঞ্চলের জনপ্রিয় পর্যটন স্পট বৈসরন উপত্যকায় গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও ১৭ জন আহত হন। এ ঘটনার পর দেশজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মিরি শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
যেসব রাজ্যে কাশ্মিরি শিক্ষার্থীদের হুমকি বা তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে, সেসব রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে তার সরকার যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি
ওমর আবদুল্লাহর দল জম্মু ও কাশ্মির ন্যাশনাল কনফারেন্সের (এনসি) একজন মুখপাত্র জানান, বেশ কিছু ভিডিওতে দেখা গেছে বিভিন্ন কলেজে ও জায়গায় কাশ্মিরি শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানান, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলে যেসব জায়গা থেকে এ ধরনের অভিযোগ এসেছে, সেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
জম্মু ও কাশ্মিরি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান নাসির খুইহামির শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, উত্তরাখন্ড রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কাশ্মিরি মুসলিম শিক্ষার্থীদের রাজ্য ছেড়ে যেতে হুমকি দিচ্ছে। না হলে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হবে বলে ভয় দেখানো হয়।
নাসির খুইহামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘পরিস্থিতি জটিল এবং গভীর উদ্বেগজনক হয়ে উঠছে। এরই মধ্যে হিমাচল প্রদেশের কাংরা জেলার কাঠঘরের (ইন্দোরা) আর্নি ইউনিভার্সিটি থেকে উৎকণ্ঠিত কাশ্মীরি শিক্ষার্থীদের ফোন পেয়েছি। তাঁরা উগ্রপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর হাতে হয়রানি, গালিগালাজ ও শারীরিক হামলা শিকার হচ্ছেন।’